- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২২-১০-২০২৩, সময়ঃ সকাল ১০:৪৮
দুপুরে মুখোমুখি হচ্ছে ভারত-নিউজিল্যান্ড
মাধুকর ডেস্ক ►
বিশ্বকাপে হাইভোল্টেজ ম্যাচে আজ মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। আজ রবিবার (২২ অক্টোবর) ধর্মশালায় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। এখন পর্যন্ত অপরাজিত দুদল। এই ম্যাচ জিতলে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে সেমিফাইনাল।
বিশ্বকাপে এ পর্যন্ত সবকটি ম্যাচেই জিতেছে নিউজিল্যান্ড ও ভারত। সমান ৮ পয়েন্ট দুদলের। তবে রানরেটে টেবিলের শীর্ষে কিউইরা। স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচটা তাদের জন্য বেশ চ্যালেঞ্জিং। জিতলেই সেমিফাইনাল নিশ্চিতের সম্ভাবনা। তবে এই ম্যাচে চ্যালেঞ্জ থাকলেও ভারত বধে আত্মবিশ্বাসি কিউইরা।
নিজেদের মাটিতে পরাশক্তি অস্ট্রেলিয়া ও চীরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানের সাথে আফগানিস্তান ও বাংলাদেশকে হারিয়েছে ভারত। তবে টিম ইন্ডিয়ার স্পিরিটে ভর করেছে দুঃসুংবাদ। বাংলাদেশ ম্যাচে চোট পান অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। নিউজিল্যান্ডের বিপক্ষে পাওয়া যাবে না তাকে। সুযোগ পেতে পারেন রবিচন্দন আশ্বিন।
দ্বি-পাক্ষিক সিরিজে কিউইদের উপর আধিপত্য দেখালেও আইসিসি টুর্নামেন্টে বরাবরই ভারতের শক্ত বাধা নিউজিল্যান্ড। ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে তাদের কাছেই স্বপ্ন চুর্ণ হয়েছিলো কোহলিদের।
বিশ্বকাপ পরিসংখ্যানে ৯ ম্যাচের ৫টিতে জিতেছে নিউজিল্যান্ড ও তিনটিতে ভারত। একটি হয় পরিত্যক্ত।