- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৩-১০-২০২৩, সময়ঃ সকাল ১০:১০
দুপুরে মুখোমুখি হচ্ছে পাকিস্তান-আফগানিস্তান
মাধুকর ডেস্ক ►
বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের পঞ্চম ম্যাচে আজ সোমবার (২৩ অক্টোবর) মুখোমুখি হচ্ছে পাকিস্তান এবং আফগানিস্তান। ভারতের চেন্নাইয়ে এমএ চিদামবারাম স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে খেলাটি।
ফেবারিটের তকমা নিয়ে বিশ্বকাপে শুরুটা দুর্দান্ত করে পাকিস্তান। নেদারল্যান্ডসকে নাস্তানাবুদ করার পর শ্রীলঙ্কার বিপক্ষে জিতেছিলো রেকর্ড গড়ে। তবে ভারতের বিপক্ষে বড় পরাজয় আর সবশেষ অস্ট্রেলিয়ার কাছে হেরে পয়েন্ট টেবিলে অবনতি ছাড়াও মনস্তাত্ত্বিকভাবে পিছিয়ে পড়েছে ৯২এর চ্যাম্পিয়নরা। সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে এই ম্যাচে জয় পাওয়া জরুরী পাকিস্তানের। তাই অফগানিস্তানের বিপক্ষে জয়কে লক্ষ্য করেই মাঠে নামবে বাবর আজম-শাহিন আফ্রিদিরা।
এদিকে, নিজেদের ৪ ম্যাচে ৩টিতেই হেরে পয়েন্ট তালিকার তলানিতে রয়েছে আফগানিস্তান। পাকিস্তানকে হারিয়ে আসরে টিকে থাকতে চায় হাশমাতউল্লাহ শাহিদির দলটি।