• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-১০-২০২৩, সময়ঃ সকাল ১০:৩৪

দুপুরে মুখোমুখি হচ্ছে নেদারল্যান্ডস-দক্ষিণ আফ্রিকা



মাধুকর ডেস্ক ►

বিশ্বকাপে টানা তৃতীয় জয়ের লক্ষ্যে সহজ পরীক্ষায় মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। নেদারল্যান্ডসকে হারাতে পারলে প্রোটিয়াদের সামনে সুযোগ থাকছে পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার। যদিও অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ আর ইনজুরি শঙ্কা দূরে রাখতে একাধিক ক্রিকেটারকে বিশ্রামে রাখতে পারে টেম্বা বাভুমার দল।

আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে ধর্মশালায় বিশ্বকাপের ১৫তম ম্যাচে মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। এখন পর্যন্ত দুই ম্যাচ খেলে প্রোটিয়ারা দুটিতেই জয় তুলে নিয়েছে। অন্য দিকে এখনও জয়ের দেখা পায়নি ডাচ বাহিনী।