- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৮-১০-২০২৩, সময়ঃ সকাল ১১:০৬
দুপুরে নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
মাধুকর ডেস্ক ►
বিশ্বকাপ ক্রিকেটে আজ শনিবার (২৮ অক্টোবর) নিজেদের ষষ্ঠ খেলায় মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। কলকাতার ইডেন গার্ডেন্সে খেলাটি শুরু হবে শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে।
টানা চার খেলায় হেরে যাওয়ার পর বাংলাদেশ দলের ক্রিকেটারদের আজ নেদারল্যান্ডসের বিপক্ষে সেরাটাই দেয়ার লক্ষ্য। এবারের বিশ্বকাপ ক্রিকেটে টাইগারদের প্রাথমিক লক্ষ্য ছিলো সেমিফাইনালে খেলা। কিন্তু টানা হারে বাংলাদেশের সেই স্বপ্ন ধুসর হয়ে গেছে ইতিমধ্যে। ৩৩ বছর পর কলকাতার ইডেন গার্ডেন্সে একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। এই মাঠে বাংলাদেশ সবশেষ ওয়ানডে ক্রিকেট ম্যাচ খেলেছিলো ১৯৯০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে।
অন্যদিকে, এবারের বিশ্বকাপে প্রথম পাঁচ খেলায় একটিতে জয় পেয়েছে নেদারল্যান্ডস। সেই জয়টি এসেছে এবারের আসরের অন্যতম ফেবারিট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। আগের খেলায় অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসে রান ব্যবধানে সবচেয়ে বড় পরাজয়ের স্বাদ পাওয়া নেদারল্যান্ডস এই ম্যাচে ঘুরে দাঁড়াতে চায়।