- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২০-১-২০২৪, সময়ঃ সকাল ১১:০২
দুপুরে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের মুখোমুখি বাংলাদেশ
মাধুকর ডেস্ক►
আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে নিজেদের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
আজ শনিবার (২০ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার ব্লুমফন্টেইনে বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হবে খেলা।
এরআগে ২০২০ সালে আকবার আলীর নেতৃত্বে প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিলো লাল-সবুজের প্রতিনিধিরা। এবার লক্ষ্য শিরোপা পুনরুদ্ধার করা। সেই ভাবে ঘরের মাঠ ও দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রস্তুতি নিয়েছে যুব দলের ক্রিকেটারা।
দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে আত্মবিশ্বাসী আরিফুল-শিবলীরা। সেই আত্মবিশ্বাস কাজে লাগিয়ে ভারতের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করতে চায় স্ট্রুয়ার্ট ল’য়ের র্শিষ্যরা।
অন্যদিকে, শিরোপা ধরে রাখার মিশনে বাংলাদেশের বিপক্ষে জয়ের বিকল্প কিছু ভাবছে না বর্তমান চ্যাম্পিয়নরা।
এর আগে ২০০২ সালে মহম্মদ কাইফের নেতৃত্বে প্রথম ট্রফি জেতার পরে, ভারতীয় দল যথাক্রমে ২০০৮, ২০১২, ২০১৮ এবং ২০২২ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতে।