- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৭-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৩৯
দিনাজপুরের সংবাদকর্মীদের সাথে চেক-আপ স্পেশালাইজড হসপিটালের সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত
দিনাজপুর প্রতিনিধি ►
দিনাজপুর প্রেসক্লাব এবং দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাথে চেক-আপ স্পেশালাইজড হসপিটালের মধ্যে চিকিৎসাসেবা বিষয়ে একটি সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা চেক-আপ স্পেশালাইজড হসপিটালে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা পবেন।
শনিবার দিনাজপুর প্রেসক্লাব এক অনাড়ম্বর অনুষ্ঠানে ক্লাবের সভাপতি নুরুল হদা দুলাল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহীন হোসেন এবং চেক-আপ স্পেশালাইজড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক কীর্ত্তনীয়া ছায়াছন্দ এই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু, সহসাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, ক্রীড়া সম্পাদক মনসুর রহমান, দপ্তর সম্পাদক মাহবুবুল হক খান , নির্বাহী সদস্য আব্দুর রহমান , ইউসুফ আলী, দৈনিক মানব জমিনের জেলা প্রতিনিধি এটিএম কামরুজ্জামান, দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি আনিসুল হক জুয়েল, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি রাজিউল ইসলাসহ প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের সদস্যরা। চেক-আপ স্পেশালাইজড হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন অন্যতম উদ্যোক্তা প্রমথেশ শীল, চিফ ফিনানশিয়াল অফিসার মনিরুজ্জামান, অ্যাসিসট্যান্ট এইচআর ম্যানেজার নূর খান লিমন, অ্যাসিসট্যান্ট অ্যাডমিন ম্যানেজার শাওন হাজারিকাসহ অন্যান্য কর্মকর্তারা।
প্রেসক্লাবের সভাপতি নুরুল হুদা দুলাল চেক-আপ হসপিটাল সাংবাদিকদের চিকিৎসাসেবায় সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাধারণ সম্পাদক রেজাউল করিম রঞ্জু বলেন, এতো বড় পরিসরের হাসপাতাল দিনাজপুরবাসীর জন্য গর্বের। সব শ্রেণিপেশার মানুষ যেন হাসপাতালটি থেকে নির্ভুল চিকিৎসাসেবা পায় সেই প্রত্যাশা রইলো। সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহীন হোসেন বলেন, চেক-আপ হসপিটালের এই উদ্যোগ সাংবাদিকদের স্বাধীন সাংবাদিকতাকে আরো গতিশীল করবে।
চেক-আপ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক কীর্ত্তনীয়া ছায়াছন্দ বলেন, আমি নিজেও একসময় সাংবাদিকতার সাথে যুক্ত ছিলাম। সেকারণেই সাংবাদিকদের জন্য সাশ্রয়ে চিকিৎসাসেবা দেয়ার এই উদ্যোগ নিয়েছি। পর্যায়ক্রমে সব শ্রেণি- পেশার মানুষের জন্য এ ধরণের উদ্যোগ অব্যাহত থাকবে বলে তিনি জানান। হাসপাতালের অন্যতম উদ্যোক্তা ও সাংবাদিক প্রমথেশ শীল বলেন, সহকর্মীদের জন্য কিছু করার তাগিদ থেকেই চিকিৎসাসেবা বিষয়ে এই সমঝোতার উদ্যোগ।
‘আর নয় ঢাকা বিদেশ, দিনাজপুরেই মিলবে সর্বাধুনিক চিকিৎসাসেবা’ ¯েøাগান ধারণ করে গত ১৭ই মার্চ ২০২৩ দেশসেরা বিশেষজ্ঞ চিকিৎসক ও সর্বাধুনিক প্রযুক্তি নিয়ে দিনাজপুর বালুবাড়ি শহীদ মিনার মোড়ে যাত্রা শুরু করেছে চেক-আপ মেডিকেল সার্ভিসেস লি.-এর অঙ্গ প্রতিষ্ঠান ৭৩ শয্যা বিশিষ্ট ‘চেক-আপ স্পেশালাইজড হসপিটাল’। যা উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় এবং অত্যাধুনিক হাসপাতাল। উদ্বোধন করেন বরেণ্য চিকিৎসক বীর মুক্তিযোদ্ধা ডা. বসন্ত কুমার রায়। এর আগে ২০১৭ সালে প্রতিষ্ঠিত চেক-আপ ডায়াগনস্টিক সেন্টারে স্বনামধন্য বিশেষজ্ঞ চিকিৎসকরা চিকিৎসাসেবা দিয়ে আসছেন। যা উত্তরবঙ্গে মানুষের উন্নত সর্বাধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে নিরলসভাবে কাজ করছে।
চেক-আপ স্পেশালাইজড হসপিটালের বিশেষত্বর মধ্যে রয়েছে নয় শয্যা বিশিষ্ট শূন্য থেকে ২৮ দিন বয়সী শিশুর জন্য লাইফ সাপের্ট/ ইনকিউবেটর (এনআইসিইউ)। প্রাপ্ত বয়স্কদের জন্য নয় শয্যা বিশিষ্ট স্বয়ংসম্পূর্ণ লাইফ সাপোর্ট (আইসিইউ) ইউনিট। সাত শয্যা বিশিষ্ট কিডনি ফেইলিয়র রোগির ডায়ালাইসিসের সুবিধা। হৃদরোগের জন্য থাকছে নিবিঢ় পরিচর্যা কেন্দ্র (সিসিইউ)। অত্যাধুনিক অপারেশন থিয়েটার পাঁচটি।
চেক-আপ স্পেশালাইজড হসপিটালের আরো চিকিৎসাসেবাগুলোর মধ্যে রয়েছে জেনারেল সার্জারি, ইউরোলজি, অর্থো-সার্জারি, নিউরো-সার্জারি, নবজাতক ও শিশু সার্জারি, ব্যাথামুক্ত নরমাল ডেলিভারি, কেমো-থেরাপিসহ ক্যান্স্যার বিশেষজ্ঞসেবা।
চিকিৎসাসেবা সহায়তার জন্য রয়েছে সর্বশেষ প্রযুক্তি সম্পন্ন সিটি স্ক্যান মেশিন, ফোর ডি আলট্রা সাউন্ড, টিভিএস, কালার ডপলার, বায়ো-ক্যামিকেল ও হরমোনাল টেস্ট, সাইটোলজি, সিটিজি, হিস্টো-প্যাথোলজিসহ সব ধরণের রোগ নির্ণয় পরীক্ষা।
চেক-আপ ডায়াগনস্টিক এন্ড স্পেশালাইজড হসপিটালে রয়েছে সার্বক্ষণিক চিকিৎসক, ২৪ ঘণ্টা জরুরি চিকিৎসাসেবা, অ্যাম্বুলেন্স, নিজস্ব ফার্মেসিসহ সব ধরণের জটিল রোগের চিকিৎসা।