• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৪-৮-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৫০

দিনাজপুরে শিশুদের সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা



দিনাজপুর প্রতিনিধি►

দিনাজপুরে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আয়োজনে শিশুদের সুন্দর হাতের লেখা ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৪ আগস্ট) বিকেল ৩ টার দিকে শিশু একাডেমিক অডিটোরিয়ামে শিশুদের সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

প্রতিযোগিতায় বয়সভিত্তিক ৫টি বিভাগে বিভিন্ন বয়সের নির্ধারিত বিষয়ের উপরে শতাধিক শিশু-কিশোর অংশগ্রহণ করে। সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের বিষয়ে বিস্তারিত পরবর্তীতে মোবাইল ফোনে এসএমএস এর মাধ্যমে জানানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা দিনাজপুর জেলা শাখার সভাপতি শাহজাহান নভেল'র সভাপতিত্বে প্রতিযোগিতার উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল,সাংগঠনিক সম্পাদক রায়হান কবির সোহাগ,প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং বিরল উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোস্তাফিজুর রহমান বাবু,দপ্তর সম্পাদক ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মো: মনিরম্নজ্জামান জুয়েল, জেলা মৎসজীবি লীগের সহ সভাপতি মো: মমিনুল ইসলাম,বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিব কল্যান ট্‌্রাষ্ট্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোছা: শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা অর্থ বিষয়ক সম্পাদক মো: মাজেদুর রহমান প্রমুখ।