• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৮-২-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:১৩

দিনাজপুরে বিআরটিসি বাসের ধাক্কায় নিহতর সংখ্যা বেড়ে ৫



দিনাজপুর প্রতিনিধি  দিনাজপুর চিরিরবন্দর উপজেলায় বিআরটিসি বাস দাড়িয়ে থাকা যাত্রীবাহি চার্জার ভ্যানকে ধাক্কায় ঘটনাস্থলে ৪ জন মারা যাওয়ার দুই দিন পরে আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ১ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শাহিন আলাম নামের আরেকজন মারা গেছে। নিহত শাহিন আলম (৪৫) উপজেলার আলোকডিহি ইউনিয়নের গছাহার সাহাপাড়ার গ্রামের মৃত জহির উদ্দিনের ছেলে। স্থানীয়রা জানায়, গত মঙ্গলবার সকালে দিনাজপুর থেকে ছেড়ে আসা রংপুর গামি দ্রুত গতির বিআরটিসি বাস রানীরবন্দর বাজারে পৌঁছালে দাড়িয়ে থাকা যাত্রী বাহি চার্জার ভ্যান ও পথচারীদের ধাক্কা দিলে এসময় ভ্যান যাত্রীসহ ঘটনাস্থলে ৪ জন নিহত হয়। এসময় গুরুত্বর আহত অবস্থায় শাহিন আলমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করায় হয়। আজ বৃহস্পতিবার দুপুর চিকিৎসাধীন অবস্থায় সেও মারা গেছে। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবুল হাসনাত খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিআরটিসি বাসের ধাক্কায় ঘটনাস্থলে পথচারী ও দুই মধু ব্যবসায়িসহ চারজন নিহত হয়েছে। এসময় ৪ জন গুরুত্বর আহত হয় তাদেরকে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় শাহিন আলম নামে আরেক জন মারা যায়। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়েছে। দশ মাইল হাইওয়ে থানা পুলিশ তদন্ত করছে। উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার দূর্ঘটনা স্থলে নিহতরা হলেন-দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি বটতলী এলাকার খোচামুদ্দিনের ছেলে ভ্যানচালক আব্দুল মজিদ (৫০) ও একই উপজেলার গোয়ালডিহি প্ল্যানবাজার এলাকার ইসমাইল হোসেনের ছেলে ভ্যানচালক নজরুল ইসলাম ওর‌ফে নজু (৪৫), কক্সবাজারের টেনকাফ উপজেলার হটিখোলা এলাকার মৃত মনসু চাকমার ছেলে নত্তা ইয়াং চাকমা (৫২) ও একই এলাকার ইশ এসং চাকমার ছেলে সাইওঙ্গো চাকমা (৪৫)।