- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৮-৯-২০২৩, সময়ঃ সকাল ০৯:১৭
দিনাজপুরে প্রকাশ্যে নারী হোটেল শ্রমিককে কুপিয়ে হত্যা
দিনাজপুর প্রতিনিধি ►
দিনাজপুর শহরের কালুর মোড়ে মহিলা হোটেল শ্রমিক জয়া বর্মন (৩২)কে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা পালিয়ে গেছে এক দুবৃত্ত। জয়াকে হত্যা করার সময় হত্যার দৃশ্য বিসমিল্লাহ হোটেলের সিসি ক্যামেরায় ধরা পড়েছে। এক অস্ত্র ধারী ২৭/২৮ বছরের এক যুবক এলোপাতারি ভাবে কুপানোর দৃশ্য দেখা যাচ্ছে । আহত অবস্থায় জয়া মাটিতে লুটিয়ে পড়ে গেলে হত্যাকারী যুবক পালিয়ে যায়।
বুধবার সন্ধ্যায সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। নিহতগৃহবধূ হলেন জয়া বর্মন (৩০)। তিনি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার বনডাঙ্গা গ্রামের সপাল রায়ের স্ত্রী। নিহতগৃহবধুর ১৩ বছর বয়সি সপ্তম শ্রেনীতে পড়ুয়া একটি মেয়ে রয়েছে। নিহত গৃহবধূ লালমনিহাট জেলার বান্দরকুড়া প্রভাস রায়ের কন্যা। স্বামী ও স্ত্রী মিলে ফকিরপাড়ার আব্দুস সামাদের একটি টিন সেটের বাড়ীতে ভাড়া নিয়ে বসবাস করতেন। নিহত জয়া বর্মন দিনাজপুর বাস টামিনালে হোটেল সাউদিয়ায় কর্মরত ছিলেন। দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় হোটেলের কাজ শেষে হেঁটে বাড়ি ফিরছিলেন। শহরের কালুর মোড়ের বিসিমিল্লাহ হোটেলের সামনে দাঢ়ানো থাকা অবস্থায় একজন অস্ত্রধারী যুবক দৌড়ে এসে দাড়িয়ে থাকা জয়া বর্মনকে এলোপাথারি ভাবে কুপিয়ে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অপারেশন থিয়েটারে তার মৃত্যু হয়। ধারা ধারালো অস্ত্র দিয়ে গৃহবধূর ডান হাত ছুটে গেছে। এছাড়াও গোলা, গাল এবং মাথা বেশ কয়েক জায়গায় ক্ষত হয়েছে।
প্রত্যক্ষদর্শী আব্দুর রৌফ জানান, সন্ধ্যায় অজ্ঞাত এক ব্যক্তি তাকে রাস্তায় ফেলে তারা হল অস্ত্র দিয়ে কোপাতে থাকে। পরে ওই ব্যক্তি পালিয়ে যায়। গৃহবধূকে বেশ কয়েকবার কোপানো হয়েছে। নিহত গৃহবধূর স্বামী সপাল রায় বলেন, "স্ত্রী বেশ কয়েকদিন ধরে অজ্ঞাত এক ব্যক্তির সাথে কথা বলত। এনিয়ে কয়েকবার তাকে জিজ্ঞাসা করেছি। কিন্তু সে পরিবারের সাথে কথা বলছে বলে কাটিয়ে দেয়। তার সাথে আমার কোন কথা কাটাকাটি হয়নি। ঘটনার সময় আমি অফিসে ছিলাম। পরে লোকমারফত জানতে পারি যে আমার স্ত্রীকে কে যেন কুপিয়েছে।"
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গৃহবধূর মরদেহ হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এছাড়া হত্যাকারীকে আইনের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে।