• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৫-৪-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৪৫

দিনাজপুরে পৃথক পৃথক স্থানে সড়ক দূর্ঘটনায় নিহত ২



দিনাজপুর প্রতিনিধি ►

দিনাজপুর সদরে ও বিরলের পৃথক পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় শৈলেন চন্দ্র রায় (৩৫)  ও জয়নুল আবেদিন (৪৫) দুই ব্যাক্তি নিহত হয়েছেন। 

আজ বুধবার (৫ এপ্রিল) দুপুরে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সামনে ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে শৈলেন চন্দ্র রায় নামে একজন নিহত এবং মঙ্গলবার দিবাগত রাতে জয়নুল আবেদিন (৪৫)  নামে ট্রাক্টর চালক বিরলে নিহত হয়েছেন। 

নিহত শৈলেন চন্দ্র রায় (৩৫) দিনাজপুর সদরের শশরা ইউনিয়নের শীবডাঙ্গী গ্রামের বাসিন্দা সুভাস চন্দ্র রায়ের ছেলে। অপরজন নিহত ট্রাক্টর চালক জয়নুল  আবেদিন (৪৫) বিরল উপজেলার ভান্ডারা ইউপি’র বান্দইল গ্রামের আব্দুল বাছেদের ছেলে। 

কোতয়ালী থানার ইনচার্জ তানভীরুল ইসলাম  জানান, তিন জন আরোহী নিয়ে একটি মোটর সাইকেল দ্রুত গতিতে চলার সময় দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সামনে স্প্রীড ব্রেকারের সাথে খাক্কা লেগে মোটর সাইকেল আরোহী শৈলেন চন্দ্র রায় পিছন থেকে  রাস্তায় যায়। একই সময়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকের চাকায়  পৃষ্ট হয়ে ঘটনা স্থলেই সে পড়ে নিহত হয়। 

অপর দিকে বিরল থানা পুলিশ জানায়, ট্রাক্টর চালক জয়নুল আবেদিন ট্রাক্টর নিয়ে যাওয়ার সময় বিরলের ভান্ডারা পাগলাপীর বাজার এলাকায় গেলে অপর একটি ট্রলির সাথে ধাক্কা লাগে। এসময় চালক জয়নুল আবেদিন ছিটকে পড়ে গিয়ে ট্রলির সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

এ ব্যাপারে বিরল ও কোতয়ালী থানায় প্রথক পৃথক দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলেও অফিসার ইনচার্জ দ্বয় নিশ্চিত করেছেন।