• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১১-৫-২০২৪, সময়ঃ সকাল ১০:৫১

দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে লরি চায়ের দোকানে, নিহত ২



দিনাজপুর প্রতিনিধি

নাজপুরে ট্যাংক লরি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি চায়ের দোকানে ঢুকে পড়লে এক পথচারী ও এক নৈশপ্রহরী নিহত হয়েছেন। 

আজ শনিবার (১১ মে) ভোরে দিনাজপুর-ফুলবাড়ী সড়কের কাউগা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- কাউগা মোড়ের নৈশপ্রহরী আজাহার আলী (৬০) ও রানা নামে (২৫) নামে এক পথচারী। তাদেরর বাড়ি দিনাজপুর  সদর উপজেলার কাউগা মোড় এলাকায়।

অপরজন রানা (২৫)  সদর উপজেলার কাউগা হাটখোলা বাজার সংলগ্ন শশুর বাড়িতে বসবাস করতে। তার বাড়ি ৮ নং নিউ টাউন রেলগুনটি এলাকায় রবি ইসলামের ছেলে।

দিনাজপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফরিদ হোসেন জানান, ফুলবাড়ি থেকে একটি তেল বাহি লরি ঢাকা মেট্রো চ ৪৪-০৪১২ নামক তেলবাহী লরি  দিনাজপুরে আসার পথে চালক ঘুমন্ত অবস্থায় কাউগা বাজারের রাস্তার পাশে একটি চায়ের দোকানের উঠিয়ে দিলে ওই দোকানের পাশে দাঁড়িয়ে থাকা নৈশ প্রহরী আজাহার আলী ও স্থানীয় রানা কথোপকথনের একপর্যায়ে তাদের উপরে উঠিয়ে দিলে তেলবাহী লরির চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই দুজন নিহত হয়।

পরে স্থানীয়রা দৌড়ে এসে ঘাতক তেলবাহী লরি সহ চালক ও হেলপারকে আটক করে পুলিশের সোপর্দ করে।