- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৩০-৫-২০২৩, সময়ঃ রাত ০৭:০২
দিনাজপুরে দৈনিক নবচেতনা ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
দিনাজপুর প্রতিনিধি ►
সাংবাদিকরা সমাজের দর্পণ স্বরূপ সমাজের অন্যায়-অবিচার, অনিয়ম দুর্নীতি দেখলেই তাদের কলমের লেখনির মাধ্যমে তা তুলে ধরতে হবে। সাংবাদিকতা আজকে অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে বিভিন্ন কারণে আমাদের সমাজে প্রতিনিয়ত যে অন্যায় অবিচার জুলুম হচ্ছে তার সঠিক সংবাদ পত্রিকার মাধ্যমে দেশবাসীকে জানাতে হবে।
আজ মঙ্গলবার সকাল ১১ টায় দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে দৈনিক নবচেতনার ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল এসব কথা বলেন।
দৈনিক নবচেতনা দিনাজপুর প্রতিনিধি আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রধান অতিথি আরোও বলেন দৈনিক নবচেতনা হাটি হাটি পা পা করে আজকে ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে ৩২ তম বছরে পদার্পণ করল। মুক্তিযুদ্ধের চেতনায় দৈনিক নবচেতনা একটি জাতীয় দৈনিক তারা সমাজের বিভিন্ন অন্যায় অবিচার দুর্নীতি অর্থনীতি, সামাজিক রাজনৈতিক সাংস্কৃতিকসহ সকল বিষয়ে সংবাদ পরিবেশন এর মাধ্যমে নবচেতনা আজ তার যৌবনে পদার্পণ করেছে। ৩১ তম বছর থেকে নবচেতনা দেশের একটি জাতীয় দৈনিক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আগামীতেও সঠিক সংবাদ প্রচার করে দেশের উন্নয়নের অংশীদারী হিসেবে দেশকে সমৃদ্ধ করার পথে সহযাত্রী হিসেবে কাজ করবে।
প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ অতিথি বক্তব্য রাখেন দিনাজপুর কোতোয়ালি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহ মোহাম্মদ গোলাম মাওলা, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি নুরুল হুদা দুলাল, দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলহাজ্ব ওয়াহেদুল আলম (আর্টিষ্ট), সাধারণ সম্পাদক শাহিন হোসেন, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি এমদাদুল হক মিলন। দীপ্ত টিভি ও দৈনিক মানবকন্ঠের জেলা প্রতিনিধি সুলতান মাহমুদের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ আনিসুল হক জুয়েল।
এ সময় উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি রাজিউল ইসলাম (শৈশব রাজু), দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি মনসুর রহমান, দৈনিক নবচেতনার খানসামা উপজেলা প্রতিনিধি মোঃ আজিজার রহমান,সাবেক যুবলীগ নেতা এনাম সরকার,সাবেক ছাত্রনেতা মোঃ ওয়ামিক আলভী তুহিনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।