- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৪-৯-২০২৩, সময়ঃ দুপুর ০১:৫০
দিনাজপুরে টানা ভারী বর্ষণে জলাবদ্ধতা
দিনাজপুর প্রতিনিধি►
দিনাজপুরে টানা তিন দিন ধরে ভারী বর্ষণে জেলা শহরসহ আশপাশের এলাকায় জলাবন্ধতা সৃষ্টি হয়েছে। শহরের পাশ দিয়ে প্রবাহিত পূনর্ভবা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় নদীর পার্শ্ববতী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অনেকের ঘরে পানি উঠায় নদীর তীরবর্তী বাধের রাস্তায় আশ্রয় নিয়েছেন।
বিরামহীন ভাবে বৃষ্টি পড়ছে এত করে শহরের বেশিরভাগ রাস্তা পানিতে তলিয়ে গিয়েছে। কিছু দোকান ঘরে পানি ডুকে পড়ায় দোকানে রাখা মালপত্র পানিতে ভিজে নষ্ট হয়ে যাচ্ছে । শহরের বামনগর ঘাগড়া ক্যানালের কয়েকটি এলাকা প্লাবিত হয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে চলাচলে অসুবিধায় পড়েছে স্থানীয়রা ।
স্থানীয় অটো রিকশা চালক হামিদুল ইসলাম জানান, টানা তিন দিন ধরে বৃষ্টি হওয়ায় শহরের বেশি ভাগ রাস্তা তলিয়ে গেছে। এতে করে অটো রিকশা চালানো সম্ভব হচ্ছে না । তারপরও অটো নিয়ে রাস্তায় বের হয়েছি কিন্তু কোন যাত্রী নেই । পানির কারণে রাস্তা খাল খন্দকে ভরে গেছে । গর্তে অটো রিকশার চাকা পড়ে বিকল হয়ে যাচ্ছে ।
একই কথা বলেন দিন মজুর মজিবুর রহমান। তিনি বলেন, টানা ভারী বর্ষনে কাজের সন্ধানে ঘর থেকে বেড় হয়েছি কাজের সন্ধান পাচ্ছি না । পরিবার পরিজন নিয়ে কষ্টে আছি। এদিকে ঘরেও পানি উঠেছে ।
দিনাজপুর আবহাওয়া অভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, গত ২৪ ঘন্টায় দিনাজপুরে সর্বোচ্চ ১৫৯ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে । আরো চার দিন এই টানা প্রবল
বর্ষণ হতে পারে । এই লঘু নিম্নচাপটি ভারতের বিহারের শুরু হয়েছে । আস্তে আস্তে অগ্রসর হয়ে বাংলাদেশের রাজশাহী, রংপুর,ময়মনসিংহ ও সিলেট বিভাগের উপর প্রবাহিত হচ্ছে ।