- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৪-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৫১
দিনাজপুরে জলবদ্ধতায় দুর্ভোগের প্রতিকারে মহাসড়ক অবরোধ, তিন ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক
সুলতান মাহমুদ, দিনাজপুর ►
দিনাজপুর শহরের পশ্চিম বালুয়াডাঙ্গা নতুন পাড়ার সংলগ্ন পূর্ণভবা নদী থেকে বালু উত্তোলন ড্রেনেজ ব্যবস্থায় বালু ফেলে ভরা ও জলাবদ্ধতার কারণে এলাকাবাসীর সীমাহীন দুর্ভোগের জন্য মানববন্ধন ও রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেছে কয়েক হাজার ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
আজ শুক্রবার বেলা সাড়ে দশটা থেকে দুপুর ১ টা পর্যন্ত দিনাজপুর বিরল-মহাসড়কের কাঞ্চন ব্রিজের পূর্ব পাড়ে কয়েক ঘন্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রাস্তায় অবরোধ করার ফলে বিরল সেতাবগঞ্জ পীরগঞ্জ কাহারোল যাত্রীরা শহরে প্রবেশ করতে পারেনি এবং বালুয়াডাঙ্গা থেকে উক্ত উপজেলায় যাতায়াত করতে না পারায় হাজার হাজার যাত্রীবাহী অটো ভ্যান, বাস, ট্রাক,মিনি ট্রাক কয়েক ঘণ্টায় যানযোটে নাকাল অবস্থায় পরিণত হয়।
এ সময় অবরোধকারী বীর মুক্তিযোদ্ধা মনসুর আলী বলেন, দিনাজপুর পৌরসভার ১০ নং ওয়ার্ডের পশ্চিম বালুয়াডাঙ্গা নতুন পাড়ায় কয়েক হাজার পরিবার বসবাস করি। বৃহস্পতিবার প্রবল বৃষ্টির কারণে এলাকায় জলবদ্ধতার সৃষ্টি হয় । ফলে এই এলাকার মানুষের আসবাবপত্র, স্কুল কলেজগামী ছাত্র-ছাত্রীদের বই পুস্তক সহ প্রয়োজনের জিনিসপত্র নোংরা পানিতে ভিজে যায়। পৌরসভা কে বিষয়টি জানানো হলেও পৌরসভা কর্তৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করেনি। শুধুমাত্র আশার বাণী শুনিয়েছে। তিনি আরোও বলেন এই এলাকার সংসদ সদস্য এবং জাতীয় সংসদের হুইপ ইকবাল রহিম নিজে এসেও কয়েকবার প্রতিশ্রুতি দিয়ে গেলেও পানি নিষ্কাশনের ব্যবস্থার তিনি কোন উদ্যোগ গ্রহণ করে নাই। ফলে বাধ্য হয়ে মহল্লাবাসীর নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা একত্রিত হয়ে এই মহাসড়ক অবরোধ বিক্ষোভ করছি।
পশ্চিম বালুয়াডাঙ্গার বৃদ্ধা মোমেনা বেগম বলেন আমার একমাত্র নাতনী এইচএসসি পরীক্ষা দিবে গতকালকে প্রবল বৃষ্টির কারণে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে আমাদের ঘরের ভিতর বৃষ্টির সহ ড্রেনের নোংরা পানি প্রবেশ করে তার বই পুস্তক সমস্ত কিছু ভিজে গিয়ে এখন সে কান্নায় ভেঙ্গে পড়েছে। কিভাবে সে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে।
একই কথা বলেন বানেছা বেগম,তিনি বলেন এলাকার প্রভাবশালী মহল আমাদের পানি নিষ্কাশনের ড্রেনেজ ব্যবস্থাটি একেবারেই বালু ফেলে বন্ধ করে দিয়েছে। ফলে একটু বৃষ্টি হলেই পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকার কারণে একেবারে আমাদের মহল্লার নোংরা আবর্জনা পচা পানিতে তলিয়ে যায়। ফলে আমরা দুর্বি সহ জীবন যাপন করছি। গতকালকে প্রবল বর্ষণের কারণে আমাদের ঘরের সমস্ত কিছু ভিজে গিয়েছে।সারারাত জেগে রাত্রি কাটিয়েছি। কোন উপায়ান্তর না পেয়ে বাধ্য হয়েই কয়েক হাজার এলাকাবাসীকে নিয়ে রাস্তা অবরোধ করতে বাধ্য হয়েছে।
এলাকার মোকসেদ আলী (৬৫) তিনি বলেন গতকালকে প্রবল বর্ষণের কারণে আমাদের গ্রামের একমাত্র মসজিদের বারান্দা সহ রাস্তায় সমস্ত পানিতে তলিয়ে যাওয়ার কারণে আমরা মসজিদে নামাজ পর্যন্ত আদায় করতে পারিনি। মনের দুঃখে কষ্ট কথা কাকে বলবো উপায়ান্তর না হয়ে গ্রামবাসীকে একত্রিত করে রাস্তায় অবরোধ করেছি।
রিক্সাচালক অটো রিক্সা চালক আব্দুল মনসুর বলেন প্রায় তিন ঘন্টা ধরে যাত্রী নিয়ে এই যানজটের মধ্যে আটকে আছি।যেতে হবে সেতাবগঞ্জে সেখানে এক অসুস্থ রোগীকে দেখতে যাব কিন্তু এখানেই তো আমরা কয়েকজন অসুস্থ হয়ে রাস্তায় পড়ে আছি কখন
যে অবরোধ ছাড়বে তবেই যেতে পারবো।
মোস্তাফিজুর রহমান বাবু বলেন ড্রেনেজ ব্যবস্থা চালু ছিল তবে এখানে বালু ফেলানোর কারণে বালু ধ্সে গিয়ে ড্রেনেজ ব্যবস্থার কিছুটা বিঘ্ন ঘটেছে। ফলে পানি নিষ্কাশনের অনেকটাই সমস্যা হয়েছে যেহেতু বালু ফেলিয়ে ভরাটের কাজটি করেছে আমার এক নিকট আত্মীয়। আমিও ঘটনাস্থল পরিদর্শন করেছি দ্রুত সময়ের মধ্যে ডেনিস ব্যবস্থা টাকে স্থায়ীভাবে সমাধান করার জন্য পৌর সভার সাথে আমরাও এবংআমার পরিবারের সদস্যরাও একত্রিত হয়ে কাজ করব। পানি নিষ্কাশনের ব্যবস্থা চালু হলে গ্রামবাসীর এই সমস্যা আর থাকবেনা।
দিনাজপুর কোতোয়ালি অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম বলেন রাস্তা অবরোধের সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা ঘটনাস্থলে পৌঁছে যাই। অবরোধকারীদের সাথে অনেকবার অনুরোধ করার পরও তারা তাদের অবরোধ উঠায়নি। তারা বলেছে তাদের কথা শোনার পর আসলে এটি অমানবিক ব্যাপার হয়েছে। যে গতকাল প্রবল বৃষ্টির কারণে তাদের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় প্রত্যেকের ঘরে ঘরে পানি উঠে গিয়ে আসবাবপত্র সহ প্রয়োজনীয় সকল জিনিসপত্র নষ্ট হয়ে গিয়েছে। আমরা তাৎক্ষণিক ভাবে ড্রেনেস ব্যবস্থা বন্ধ ঘটনাস্থল পরিদর্শন করেছি। এবং পৌরসভার কর্তৃপক্ষকে সাথে আলাপ আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে এই ড্রেনেজ ব্যবস্থা সহ পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হচ্ছে। আগামীকালকের মধ্যেই ড্রেনেজ ব্যবস্থার সকল কার্যক্রম শুরু
হবে। এই আশ্বাসের ভিত্তিতে অবরোধকারীরা অবরোধ সরিয়ে নেয়। প্রায় তিন ঘন্টা যান চলাচল বন্ধ থাকার পর পুনরায় চালু হয়েছে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।
দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব দুলাল বলেন এটি অত্যন্ত দুঃখজনক ব্যাপার ১০ নম্বর ওয়ার্ডের এলাকাবাসী তারা অনেকবার আমাদের পৌরসভায় গিয়েছিল। তাদের সমস্যার সমাধান করার উদ্যোগ গ্রহণ করা হয় নাই। এটি আমাদের জন্য
ব্যর্থতা। আমরা দ্রুত সময়ের মধ্যে এবং আগামী শনিবারের মধ্যেই ড্রেনেজ ব্যবস্থা পূর্ণ সংস্কার কাজ শুরু করা হবে। এবং পানির নিষ্কাশন ব্যবস্থা দ্রুত সময়ের মধ্যে সমাধান হলেই হঠাৎ পাড়া বাসির এই দুর্ভোগ আর পোহাতে হবে না। আমরা সেই ব্যবস্থা করার জন্য হঠাৎপাড়া বাসীকে আশ্বস্ত করেছি। আশ্বস্ত হয়ে অবরোধ তাৎক্ষণিকভাবে উঠিয়ে নিয়েছে তারা।