• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-২-২০২৪, সময়ঃ সন্ধ্যা ০৬:৩৯

দিনাজপুরে ঘুষ নেয়ার অভিযোগে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের উপসহকারী প্রকৌশলী আটক



দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের প্লট বরাদ নেওয়ার কথা বলে ১ লাখ ৫০ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগে উপসহকারী প্রকৌশলী মোর্শেদ আলমকে আটক করেছে জেলা দুর্নীতি দমন কমিশন ( দুদক)। 

আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর দুদককের উপ-পরিচালক মুহাম্মদ মোয়াজ্জেম হোসেন আটকের সংবাদটি নিশ্চিত করেছেন । 

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে দিনাজপুর  দুদকের  উপ পরিচালক মোয়াজ্জেম হোসেনের নির্দেশনায় সহকারী পরিচালক নূর আলমের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম  জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ দিনাজপুর কার্যালয়ে অভিযান পরিচালনা করে । 

দিনাজপুর জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ উপসহকারী প্রকৌশলী মোর্শেদ আলমকে প্লটের বানিজ্যিক অনুমোদনের জন্য ঘুষ বাবদ ১ লক্ষ ৫০ হাজার প্রদান করলে দুদকের এনফোর্সমেন্ট টিম অভিযান কালে তার অফিস কক্ষ হতে উদ্ধার করা হয় । পরে ঘুষের টাকা ও রেকর্ডপত্র জব্দ পূর্বক সংগ্রহ করা হয় । ঘুষগ্রহনকারী উপসহকারী প্রকৌশলী মোর্শেদ আলমকে অভিযুক্ত করে নির্বাহী প্রকৌশলীর নিকট হেফাজতে দেওয়া হয়। 

দ্রুত সময়ে দুদক কার্যালয়ের  নির্দেশনা  পাওয়ার সাথে সাথেই মামলা রুজুর পর উপসহকারী প্রকৌশলী মোর্শেদ আলমকে কারাগারে প্রেরন করা হবে।