• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৮-৯-২০২২, সময়ঃ বিকাল ০৫:৫৭

দিনাজপুর সেণ্ট যোসেফস্ স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন



দিনাজপুর প্রতিনিধি ►


দিনাজপুরে সেণ্ট যোসেফস্  স্কুলে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২২ এর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী। কারিতাস দিনাজপুর এর আঞ্চলিক পরিচালক রঞ্জন জে.পি. রোজারিও।


অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার খ্রিস্টিনা লিপি দেশাই এর সভাপতিত্বে আমন্ত্রিত অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেণ্ট যোসেফস্ কনভেন্ট এর সুপেরিয়র সিস্টার হেলেন গমেজ এসসি ও অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য প্রণয় রোজারিও।


অনুষ্ঠানের শুরুতেই  প্রতিযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে তথ্য উপস্থাপন করেন সাংস্কৃতিক প্রতিযোগিতার আহ্বায়ক সহকারি শিক্ষক পবণ রায়।  বিদ্যালয়ের ছাত্রীদের দলীয় নৃত্য প্রদর্শনের মাধ্যমে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে বরণ কওে দেয়া হয় ।
উল্লেখ্য যে, অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় একক অভিনয়, হাতের লেখা, চিত্রংকন, উপস্থিত বক্ততা, বিতর্ক, কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য প্রতিযোগিতায় বিভিন্ন গ্রুপ অনুযায়ী ১২৫ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হবে।