- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৪-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৩৯
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
মাধুকর ডেস্ক ►
বিশ্বকাপ ক্রিকেটে আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) নিজেদের পঞ্চম খেলায় দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। সাকিব আল হাসান ফিরলেও আজও নেই দক্ষিণ আফ্রিকার টেম্বা বাভুমা। তাঁর বদলে টস করতে এসেছেন এইডেন মার্করাম।
সাকিব বলেছেন, তিনি পুরো ফিট। তাওহিদ হৃদয়ের জায়গায় এসেছেন বাংলাদেশ অধিনায়ক। টসে জিতলে তিনি ব্যাটিং নিতেন, সাকিব এমন বললেও বোলিংয়েও সুযোগ দেখছেন।
এদিকে, বিশ্বকাপ ক্রিকেটে প্রথম চার ম্যাচ খেলে মাত্র একটিতে জয় পেয়েছে বাংলাদেশ। পরাজয়ের বৃত্তে আটকে থাকা বাংলাদেশ দল এখনও ছন্নছাড়া পারফরম্যান্স থেকে বেরুতে পারছে না। সেমিফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখতে হলে প্রোটিয়াদের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের জন্য। অন্যদিকে, এবারের আসরে দুর্দান্ত খেলছে দক্ষিণ আফ্রিকা। সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য প্রোটিয়াদের।
বাংলাদেশ একাদশ:
লিটন দাস, তানজিদ হাসান, নাজমুল হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ।