- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২১-১০-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৩১
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে বোলিংয়ে ইংল্যান্ড
মাধুকর ডেস্ক ►
মুম্বাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে আগে বোলিং বেছে নিয়েছেন ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলার। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে রান তাড়ায় সাফল্যের হার মাথায় রেখে পরে ব্যাটিং করার কথা জানিয়েছেন বাটলার।
আফগানিস্তানের বিপক্ষে অঘটনের শিকার হওয়া ম্যাচ থেকে তিন পরিবর্তন নিয়ে নামছে ইংলিশরা। একাদশে ঢুকেছেন বেন স্টোকস, ডেভিড উইলি, গুস অ্যাটকিনসন।
তাঁদের জায়গা দিতে বাদ পড়েছেন ক্রিস ওকস, স্যাম কারেন ও লিয়াম লিভিংস্টোন।
অন্যদিকে আজ নিয়মিত অধিনায়ক তেম্বা বাভুমাকে ছাড়াই মাঠে নামছে দক্ষিণ আফ্রিকা। তাঁর জায়গায় দায়িত্ব পাওয়া এইডেন মারক্রাম টসের সময় জানিয়েছেন, অসুস্থতার কারণে খেলছেন না বাভুমা। বাভুমার জায়গায় একাদশে ঢুকেছেন রেজা হেনরিকস।
ইংল্যান্ড একাদশ
জনি বেয়ারেস্টো, ডেভিড মালান, জো রুট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, জশ বাটলার (অধিনায়ক), ডেভিড উইলি, আদিল রশিদ, গুস অ্যাটকিনসন, মার্ক উড ও রিস টপলি।
দক্ষিণ আফ্রিকা একাদশ
কুইন্টন ডি কক, রেজা হেনরিকস, রাসি ভান ডার ডুসেন, এইডেন মারক্রাম, হেনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, জেরাল্ড কোর্টজে, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদি।