• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-৬-২০২৩, সময়ঃ সকাল ০৯:০৯

ত্রিমুখী সংঘর্ষে ঠাকুরগাঁওয়ে ৩ জন নিহত 



ঠাকুরগাঁও সংবাদদাতা ►

ত্রিমুখী সংঘর্ষে ঠাকুরগাঁওয়ে তিনজন নিহত হয়েছেন। থ্রি হুইলার, নছিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে এ তিনজন নিহত হন। এছাড়াও আহত হয়েছেন আরও তিনজন। 

রবিবার ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কের বালিয়া পুকুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন– রানীশংকৈল উপজেলার মুজাহিদাবাদ এলাকার খতু মোহাম্মদের ছেলে আলিম উদ্দীন (৫৫) ও আরাজী চন্দনচহট গ্রামের আবুল হোসেন (৬৭) ও বালিয়াডাঙ্গী উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান (৪৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, ঠাকুরগাঁও থেকে গরু নিয়ে একটি নছিমন বালিয়াডাঙ্গী উপজেলা শহরের দিকে আসছিল। আর এর সামনে ছিল যাত্রীবাহী থ্রি হুইলার (পাগলু)। এ সময় বিপরীত দিক থেকে মোটরসাইকেল নিয়ে মহাসড়কে উঠে পড়েন ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান। এতে প্রথমে পাগলুর সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। এ সময় পেছনে থাকা নছিমন এসে পাগলুতে ধাক্কা দেয়। পাগলু ও মোটরসাইকেল দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলে পাগলুর যাত্রী আলিম উদ্দীন মারা যান। আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে অন্য দু’জনের মৃত্যু হয়। 

ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খায়রুল আনাম বলেন, ঘটনাস্থল থেকে দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল, নছিমন ও থ্রি হুইলার (পাগলু) উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।