• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৯-৬-২০২৩, সময়ঃ সকাল ০৮:১৫

তেঁতুলিয়ায় তৈরি হচ্ছে অত্যাধুনিক কংক্রিট ইট



পঞ্চগড় সংবাদদাতা ►

পরিবেশের ভারসাম্য রক্ষা করে ইটভাটার সনাতন পদ্ধতির পরিবর্তে জ্বালানি ও মাটির ব্যবহার ছাড়াই মেশিনে তৈরি হচ্ছে অত্যাধুনিক ইট।

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ভজনপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল ভজনপুর সেন্টার নামক এলাকায় পরিবেশ বান্ধব এই ইট কারখানা গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দা আলহাজ্ব রফিকুল ইসলাম। আর পরিবেশবান্ধব হওয়ায় এই ইট ক্রেতাদেরও আকৃষ্ট করছে।
পরিবেশবান্ধব ও জমির মূল্যবান মাটি নষ্ট না করে জার্মান প্রযুক্তিতে পাথর গুঁড়া ও সিমেন্ট দিয়ে অত্যাধুনিক ব্লক ইট তৈরি করছেন তিনি। এমনকি সেগুলো আগুনেও পোড়াতে হচ্ছে না।

সংশ্লিষ্টরা বলছেন, সাধারণ মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠছে এটি। অন্যান্য ইটের চেয়ে এই কংক্রিট ইট টেকসই ও শক্তিশালী। পরিবেশবান্ধব হওয়ায় দিন দিন মানুষ এই ইটের প্রতি ঝুঁকছেন। অত্যাধুনিক এই ইট কিনতে দূরদূরান্ত থেকে আসছেন অনেকে।
দেশ বিদেশে কংক্রিট ইট তৈরি দেখে প্রত্যন্ত গ্রামাঞ্চলে এটি তৈরিতে উদ্বুদ্ধ হয়ে উদ্যোগ নেন আদর্শ কংক্রিট ব্রিকসের উদ্যোক্তা আলহাজ্ব রফিকুল ইসলাম।

উদ্যোক্তা আলজাজ্ব রফিকুল ইসলাম বলেন, এই ইটে ভবন নির্মাণ করলে ৩০ শতাংশ পর্যন্ত ব্যয় সাশ্রয় করা সম্ভব; যা সচরাচর মাটি দিয়ে তৈরি ইটে সম্ভব না। পরিবেশবান্ধব এই কংক্রিট ব্রিকস ভূমিকম্পসহ অন্যান্য দুর্যোগ সহনীয় ও সর্বোপরি ব্যয় সাশ্রয়ী। এসিবি আদর্শ কংক্রিট ব্রিকসের কারখানায় প্রতিদিন ৩ হাজার কংক্রিটের ইট তৈরি হয়। আর প্রতিটিতে উৎপাদন খরচ হয় ১০ টাকা এবং বাজারে বিক্রি করা হয় ১১ টাকা করে।