• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৯-২-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৩৪

তেঁতুলিয়ায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত



তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি  ►

তেঁতুলিয়া উপজেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। আজ রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তার হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান (ডাবলু) প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা (ভারঃ) ডাঃ মোঃ মাসুদ হাসান স্বাগত বক্তব্যে বলেন, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের জন্য তেঁতুলিয়া উপজেলার সাতটি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে অস্থায়ী ১শত ৬৮ সেন্টাওে এবং স্থায়ীভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে  ২০ ফেব্রুয়ারী/২০২৩ ইং সকাল ৮টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ৬-১১ মাস বয়সী শিশুকে ১টি নীল রঙের ‘এ’ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১টি লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

তেঁতুলিয়া উপজেলায় ২০ হাজার ৮শত জন শিশুকে খাওয়ানোর পরিকল্পনা রয়েছে। এর মাঝে কোন শিশু বাঁধ পড়লে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে পরের দিন খাওয়াতে পারবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আওতায় একটি শিশু ও যেনো বাধ না পড়ে এজন্য উপস্থিত সবাইকে বিশেষভাবে জনসেচতনতা সৃষ্টির জন্য আহবান করেন। সভায় স্টাফ নার্স, আনসার ভিডিপি কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মীরা অংশ গ্রহণ করেন।