- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৬-১২-২০২৩, সময়ঃ দুপুর ০১:১৯
তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯.৪
পঞ্চগড় প্রতিনিধি►
দেশের উত্তরের জেলা পঞ্চপড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড করা হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) সকালে তেঁতুলিয়া আবহাওয়া অফিসের পর্যবেক্ষক রোকনুজ্জামান রোকন এ জানিয়েছেন।
তিনি জানান, সকাল ৯ টায় সর্বনিম্ন ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। যা শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যার পর থেকে শুরু হয় ঘনকুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাস। এ সময় কনকনে শীত অনুভূত হয়। রাতভর বয়ে চলে মৃদু শৈত্যপ্রবাহ। চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমে আসবে।
কনকনে শীতে খেটে খাওয়া মানুষের চরম দুর্ভোগ দেখা দিয়েছে। বিশেষ করে সকালে কাজে যোগ কৃষি শ্রমিক, চা শ্রমিক, দিনমজুর থেকে নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগ বেড়েছে।