• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৫-১০-২০২৩, সময়ঃ সকাল ০৯:৪৭

তিস্তায় বাড়ছে পানি, উত্তরের ৫ জেলায় বন্যার শঙ্কা



মাধুকর ডেস্ক►

ভারতে প্রবল বৃষ্টি ও সিকিমে বাঁধ ভেঙে যাওয়ায় তিস্তা নদীর পানি অস্বাভাবিকভাবে বাড়ছে। যার প্রভাবে গাইবান্ধাসহ রংপুর বিভাগের ৫ জেলায় দেখা দিয়েছে বড় ধরনের বন্যার আশঙ্কা। এসব জেলার নিম্নাঞ্চলের মানুষকে সতর্ক করার পাশাপাশি নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। 

আকস্মিক বন্যায় বিধ্বস্ত ভারতের সিকিম রাজ্য। প্রবল বৃষ্টিতে উত্তর সিকিমের লোনক হ্রদের পানি উপচে পড়ায় চাপ বাড়ে তিস্তায়। চাপ সামাল দিতে অতিরিক্ত পানি ছাড়তে হয় সিকিমের চুংথামের কাছে তিস্তার বাঁধ থেকে। আর বাঁধ বাঁচাতে ছেড়ে দেয়া সেই পানির তোড়ে ভেসে যায় উত্তর সিকিম। আর সেই পানি চলে আসছে বাংলাদেশেও। 

দ্রুত বৃদ্ধি পাচ্ছে তিস্তার পানি। এর ফলে লালমনিরহাটে ভয়াবহ বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। নিম্নাঞ্চল সমূহের বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। আতঙ্কিত তিস্তাপাড়ের বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নেয়ার ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। 

নীলফামারীর ডালিয়া পয়েন্টে দ্রুত বৃদ্ধি পাচ্ছে তিস্তার পানি। ভারতীয় সেন্ট্রাল ওয়াটার কমিশন এর তথ্য অনুযায়ী, সিকিম অঞ্চলে আগামী ৪৮ ঘন্টা ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে, তিস্তার পানি আরও বেড়ে নীলফামারী সহ রংপুর বিভাগের পাঁচ জেলার তিস্তা-তীরবর্তী এলাকাগুলো প্লাবিত হওয়ার আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। 

ফলে ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। জেলা ও উপজেলা প্রশাসন থেকে সতর্কবার্তা দিয়ে বন্যা মোকাবেলায় সার্বিক প্রস্তুতির কথা জানানো হয়েছে। মাইকিং করে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে নিম্নাঞ্চলের বাসিন্দাদের। 

এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া বিভাগ।