- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১৬-১১-২০২৩, সময়ঃ বিকাল ০৩:৩৫
তফসিল বাতিলের দাবিতে গাইবান্ধায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক►
সদ্য ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবিতে গাইবান্ধায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) যোহরের নামাজ শেষে শহরের কাচারী বাজার মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে আবারও কাচারী বাজার মসজিদের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের গাইবান্ধার নেতা মুফতি আল আমিন হোসাইন, মুফতি আমিনুল ইসলাম বুলবুল, মুফতি তৌহিদুল ইসলাম, আনারুল ইসলাম আরিফ প্রমুখ।
বক্তারা বলেন, গণতন্ত্রকামী সংগ্রামী জনতা একতরফার সাজানো নির্বাচন হতে দিবে না। জনগণের মতামতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে কমিশনকে অবশ্যই এ তফসিল প্রত্যাহার করতে হবে। সকল দলের মধ্যে ঐকমত্য ও সমঝোতা প্রতিষ্ঠিত করে কমিশনকে নতুনভাবে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে এবং নতুন তারিখ ঘোষিত না হওয়া পর্যন্ত জনগণের অধিকার আদায়ের আন্দোলন অব্যাহত থাকবে।