- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৩১-১-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৫৫
তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ ৫ দফা দাবিতে গাইবান্ধায় বাসদ মার্কসবাদীর পথসভা
নিজস্ব প্রতিবেদক ►
আওয়ামী লীগ সরকারের পদত্যাগ-তদারকি সরকারের অধীনে নির্বাচনসহ ৫ দফা দাবিতে বাসদ মার্কসবাদী জেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার শহরের বিভিন্ন মোড়ে মোড়ে পথসভা অনুষ্ঠিত হয়। চলমান বাসদ মার্কসবাদী কেন্দ্র ঘোষিত গণস্বাক্ষর সংগ্রহ অভিযানের অংশ হিসাবে এই কর্মসূচি পালন করা হয়।
পথসভায় বক্তব্য রাখেন বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক কমরেড আহসানুল হাবিব সাঈদ, সদস্য নিলুফার ইয়াসমিন শিল্পী, কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, পরমানন্দ দাস, রাহেলা সিদ্দিক প্রমুখ। বক্তারা আওয়ামী লীগ সরকারের পদত্যাগ-তদারকি সরকারের অধীনে নির্বাচন, গ্যাস-বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম কমানো, শ্রমিকদের ন্যূনতম জাতীয় মজুরি ২০ হাজার টাকা নির্ধারণ, সর্বজনীন রেশনিং ব্যবস্থা চালু করার দাবি জানান।