• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২০-১২-২০২৩, সময়ঃ রাত ০৭:২৬

তথ্য অধিকার বিষয়ে গাইবান্ধায় হাতে-কলমে ধারণা প্রদান



নিজস্ব প্রতিবেদক

‘তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি’ স্লোগানে গাইবান্ধায় দিনব্যাপী ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্কের মাধ্যমে সেবা প্রদান করা হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় এবং সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে ও ইয়েস গ্রুপের সার্বিক তত্ত্বাবধানে আজ বুধবার (২০ ডিসেম্বর) গাইবান্ধা পৌরপার্কে এ সেবা দেয়া হয়।

এতে আগত সেবাগ্রহীতারা তথ্য অধিকার আইন ২০০৯ এর আলোকে তথ্যপ্রাপ্তির জন্য আবেদন করার প্রক্রিয়া হাতে-কলমে শিখতে পারেন। এছাড়া ভূমি বিষয়ক সেবা সম্পর্কিত ভাঁজপত্র এবং সনাক ও টিআইবির প্রকাশিত তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ের লিফলেট সংগ্রহ করেন। 

এ সময় সেবাগ্রহীতারা জানান, এই ভাজঁপত্র প্রদান করার মাধ্যমে মানুষ প্রতিষ্ঠানসমূহের সেবার তথ্য সম্পর্কে অবগত হতে পারবে এবং দুর্নীতিমুক্ত সেবা পেতে সচেতন হবে। বিশেষ করে ইয়েস সদস্যরা মানুষকে তথ্য অধিকার বিষয়ে হাতে কলমে ধারণা প্রদান করেন এবং এর ফলে অনেকে উপকৃত হন। এ ধরনের উদ্যোগ হাতে নেওয়ার জন্য সনাক, টিআইবি ও গাইবান্ধার ইয়েস গ্রুপের সদস্যদের ভূয়সী প্রসংশা করেন তারা।

দিনব্যাপী এ আয়োজেন ১৫২ জন সেবা গ্রহণ করেন। ভ্রাম্যমান তথ্য ও পরামর্শ ডেস্ক পরিচালনা করেন ইয়েস দলনেতা মেহেদী হাসান, ইয়েস সদস্য মোল্লা আরিফা রহমান নদী, জাকিয়া আক্তার, রিশা আক্তার রুহি, মাজেদ, সোলেমান, তন্ময়, ফয়সাল, অন্তর, জেমি, রুপম ও মনির।