- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৮-৯-২০২২, সময়ঃ সন্ধ্যা ০৬:০৭
ঢাবিতে হামলার প্রতিবাদে গাইবান্ধায় ছাত্রদলের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক ►
ঢাবিতে ছাত্রদলের নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করছে গাইবান্ধা জেলা ছাত্রদল।
বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের সার্কূলার রোডে এ বিক্ষোভ মিছিল করেন নেতাকর্মীর।
জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীমের নেতৃত্বে সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক ও সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমাম হাসান আলালসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা অংশ নেয়।
বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা নিজস্ব দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা ছাত্রদলের সভাপতি খন্দকার জাকারিয়া আলম জীম। সঞ্চালানা করেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোশরাফ হোসেন বাবু, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইমাম হাসান আলাল, জেলা যুগ্ন সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শাহিন, সদর ছাত্রদলের সদস্য সচিব রেজোওয়ান আহমেদ রানা, সুন্দরগঞ্জের ছাত্রদলের সভাপতি রিয়াল, পৌর ছাত্রদলের আহ্বায়ক সুজন পাটোয়ী, ছাত্রনেতা মিরাজুজ্জামন রবিন, আসাদ, আজাদুল, আলমাস হোসাইন, আফিসজ্জামান ছোটন প্রমুখ।