• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-৮-২০২৩, সময়ঃ সকাল ১০:৩৩

ঢাকায় সঙ্গে রাজনৈতিকদের সাথে আজ বৈঠক দুই কংগ্রেসম্যানের 



মাধুকর ডেস্ক ►

ঢাকায় সঙ্গে রাজনৈতিকদের সাথে আজ বৈঠক দুই কংগ্রেসম্যানের। তাদরে মধ্যে একজন হচ্ছে রিপাবলিকান দলের জর্জিয়ার কংগ্রেসম্যান রিক ম্যাক্রোরমিক ও অপর জন হচ্ছেন হাওয়াই রাজ্যের ডেমোক্র্যাট দলের কংগ্রেসম্যান এড কেইসের।

বাংলাদেশ সফরের জন্য শনিবার ভোরে স্ত্রীসহ ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের রিক ম্যাক্রোরমিক এবং আজ রোববার ভোরে ঢাকা পৌঁছান এড কেইসের। তারা দু’জনেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ বৈঠক করবেন। এ ছাড়া আগামীকাল সোমবার তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনের কথা রয়েছে।

আজ রোববার (১৩ আগস্ট) সকাল সাড় ৮টার দিকে দূতাবাস পর্যবেক্ষণে যাবেন তারা। এরপর সেখান থেকে সাড়ে ১১টায় ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন। দুপুরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় মধ্যাহ্নভোজ ও বৈঠক করবেন দুই কংগ্রেসম্যান। এর পর বিকেল ৪টার দিকে ঢাকার যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের গুলশানের বাসায় রাজনৈতিক দলগুলোর নেতাদের সঙ্গে চা-চক্রে বসবেন।