• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-১১-২০২৪, সময়ঃ বিকাল ০৫:১৬

ঢাকা-রংপুর মহাসড়কে বাস উল্টে আহত ৫ যাত্রী



গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি►

গাইবান্ধার গোবিন্দগঞ্জের যাত্রীবাহী বাস উল্টে ৫ যাত্রী আহত হয়েছেন। আজ (শনিবার, ৩০ নভেম্বর) বেলা দেড়টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ শহরের দক্ষিণ বাসষ্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় আব্দুর রহমান, সামসুল, সোলায়মান, তবিবুর রহমান, আব্দুর রাজ্জাক আহত হয়। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান পরিচালনা করে দুর্ঘটনা কবলিত বাস থেকে উদ্ধার করে হাসাপাতালে ভর্তি করায়। 

স্থানীয় ব্যবসায়িরা জানান বগুড়া থেকে রংপুরমুখী একটি দ্রুতগামী যাত্রীবাহি বাস শহরের দক্ষিণ বাসষ্ট্যান্ড এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্র্জ বলেন, এই দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসাপাতালে ভর্তি করা হয়েছে।