• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-৪-২০২৩, সময়ঃ সকাল ০৯:২৬

ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে কিশোরের মৃত্যু



ঠাকুরগাঁও সংবাদদাতা ►

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়।

স্থানীয় ও স্টেশন মাস্টার সূত্রে জানা যায়, রেল লাইন দিয়ে হাঁটছিলেন ওই কিশোর। সে সময় পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি ওই এলাকা অতিক্রম করার সময় রঘুনাথপুর টিএন্ডটি এলাকায় কাটা পড়ে ওই কিশোর। এতে ঘটনাস্থলে মারা যায় সে। এখনো তার পরিচয় পাওয়া যায়নি। পীরগঞ্জ রেল স্টেশন মাস্টার হরিপদ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।