• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৩০-১-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৫৩

ঝিনিয়া স্কুলের প্রধান শিক্ষকের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন



সুন্দরগঞ্জ প্রতিনিধি ► 

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ঝিনিয়া মোহাম্মদ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেকের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন করেছে সচেতন নাগরিক সমাজ। সোমবার দুই ঘন্টা ব্যাপী সচেতন নাগরিক সমাজের ব্যানারে স্থানীয় সুধি, অভিভাবক, শিক্ষার্থীরা বিদ্যালয় সংলগ্ন সুন্দরগঞ্জ-শোভাগঞ্জ সড়কে মানববন্ধন কর্মসুচি পালন করে।

মানববন্ধন চলাকালিন সময়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আহসান হাবীব মাসুদ, দহবন্দ ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আশেক আলী জিকু, উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি রিনা পারভীন মুক্তি, ইউপি সদস্য আনোয়ার হোসেন, অভিভাবক মুন্সি আমিনুল ইসলাম সাজু, মিলন চন্দ্র, বাবু মিয়া, আইয়ুব আলী, আব্দুল মজিদ, ছাত্রনেতা সুমন মিয়া, বাবলু মিয়া ও মিঠু মিয়া প্রমূখ।

বক্তাগণ বলেন, অবিলম্বে ভর্তি বাতিলকৃত ১৪০ জন শিক্ষার্থীকে পুনঃভর্তি, পকেট কমিটি বালিতসহ নানাবিধ অনিয়মের সুষ্ঠু তদন্তের দাবি জানান প্রশাসনের নিকট। পরে আন্দোলনকারিগণ  প্রধান শিক্ষকের অফিস কক্ষে তালা লাগিয়ে দেয়।
প্রধান শিক্ষক সকল অভিযোগ মিথ্যা দাবি করে জানান, আমার বিরুদ্ধে অভিভাবক মুন্সি আমিনুল ইসলাম সাজু দীর্ঘদিন হতে যড়যন্ত্র করে আসছে। 

উপজেলা নিবার্হী অফিসার মোহাম্মদ আল মারুফ জানান, প্রধান শিক্ষক মোবাইলে বিষয়টি অবগত করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।