• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৫-৭-২০২৩, সময়ঃ সকাল ০৯:৪৫

ঝাঁজ কমেনি কাঁচামরিচ-আদার



রংপুর সংবাদদাতা ►

ঝাঁজ কমেনি কাঁচামরিচ-আদার। সেইসাথে বেড়েছে ডিম ও আলুর দাম। তবে স্থিতিশীল রয়েছে তেল, চাল, ডাল ও মাছের দাম।রংপুরের বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭০-৭৫ টাকায়। ভারতের পেঁয়াজ ৪৫-৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। ব্রয়লার মুরগি গত সপ্তাহের চেয়ে ১০ টাকা বেড়ে ১৮০-১৯০ টাকা, পাকিস্তানি মুরগি ২৬০-২৭০ টাকা এবং দেশি মুরগি ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

তবে বাজারে গরুর মাংসের দাম সামান্য কমে ৭০০-৭২০ টাকা এবং ছাগলের মাংস ৮০০-৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে পোলট্রি মুরগির ডিমের হালি বেড়ে ৪৭-৪৮ টাকায় বিক্রি হচ্ছে।

মুলা-টোল আমতলা বাজারের মুরগি বিক্রেতা আমির হোসেন বলেন, ঈদুল আজহার কারণে মুরগির বিক্রি কমে গেছে। তবে যে হারে দাম কমার কথা সেভাবে দাম কমেনি। কয়েকদিন ধরে টানা বৃষ্টির কারণে বাজারে সরবরাহ কমে গেছে।

সবজি বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি টমেটো ১৫০-১৬০ টাকা থেকে বেড়ে ১৮০-২০০ টাকা, প্রতিপিস চালকুমড়া গত সপ্তাহের মতোই ৩৫-৪০ টাকা, চিকন বেগুন ৩৫-৪০ টাকা, গোল বেগুন ৬০ টাকা, পেঁপের দাম বেড়ে ৪৫-৫০ টাকা, করলা ৬০-৭০টাকা, বরবটি ৪০-৪৫ টাকা, লেবু প্রতিহালি ১০-১২ টাকা, কাঁচামরিচ গত সপ্তাহের মতোই ২৮০-৩০০ টাকা, শুকনা মরিচ আগের মতোই ৪৫০-৫০০ টাকা, প্রতিপিস লাউ (আকারভেদে) দাম বেড়ে ৪৫-৫০ টাকা, ধনেপাতা ২০০ টাকা থেকে লাফিয়ে ২৮০-৩০০ টাকা, কাঁচকলা হালি ৩০-৩৫ টাকা, প্রতিকেজি মিষ্টিকুমড়ার দাম বেড়ে ৩০-৩৫ টাকা, ঝিঙে ৪০-৪৫ টাকা, দুধকুষি ৩৫-৪০ টাকা, সজনে ডাঁটা ৯০-১০০ টাকা, পটল ৩৫-৪০ টাকা, কাঁকরোল ৪০ টাকা, আদার দাম বেড়ে ৫৫০-৫৬০ টাকা এবং দেশি রসুনের দাম কমে ১৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে সবধরনের শাকের আঁটি ১০-১৫ টাকায় পাওয়া যাচ্ছে।