• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২৩-১-২০২৩, সময়ঃ বিকাল ০৪:১৮

জেলা পরিষদের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ



নিজস্ব প্রতিবেদক ►

গাইবান্ধা জেলা পরিষদের উদ্যোগে জেলা পরিষদ চত্বরে আজ সোমবার ইউনিয়ন পর্যায়ে শীতার্ত অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, জেলা পরিষদের সদস্য শহিদুল ইসলাম শান্ত, সাখাওয়াত হোসেন, ইউপি চেয়ারম্যান আমিনুর জামান রিংকু, হারুন অর রশিদ ইদু, জুলফিকার রহমান ভুটটু, মাছুম হক্কানী, রফিকুল ইসলাম তারা, মশিউর রহমান টুটুল, শহিদুল ইসলাম সাবুসহ স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

এসময় জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, এই কর্মসূচির আওতায় জেলা পরিষদের উদ্যোগে গাইবান্ধার চারটি পৌরসভাসহ পর্যায়ক্রমে সাতটি উপজেলার ৮১টি ইউনিয়নে কম্বল বিতরণের কার্যক্রম অব্যাহত রয়েছে।