- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৪-১১-২০২২, সময়ঃ বিকাল ০৩:৫৯
জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিককে জাসদ ও ছাত্রলীগের ফুলেল শুভেচ্ছা
নিজস্ব প্রতিবেদক ►
গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা ১৪ দলের সমন্বয়ক মোঃ আবু বকর সিদ্দিক গাইবান্ধা জেলা পরিষদের চেয়ারম্যন নির্বাচিত হওয়ায় বৃহ:পতিবার দুপুরে গাইবান্ধা জেলা জাসদ ও বাংলাদেশ ছাত্রলীগের পক্ষ থেকে জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা জাসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ শরিফুল ইসলাম বাবলু, জেলা জাসদ সভাপতি গোলাম মারুফ মনা, সাধারণ সম্পাদক জিয়াউল হক জনি, সহ সভাপতি সেলেকুজ্জামান চৌধুরী রুবেল, জাসদ কেন্দ্রীয় কমিটি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক খাদেমুল ইসলাম খুদি, সদর উপজেলা জাসদ সভাপতি রকিবুল ইসলাম রিটন, শ্রমিক জোট জেলা সাধারন সম্পাদক নুর মোঃ বাবু, সদস্য আব্দুল মজিদ, ছাত্রলীগ (জাসদ) জেলা সভাপতি রোকন উদ দ্দৌলা রোকন, সাধারণ সম্পাদক ফিরোজ কবির রানা, সাংগঠনিক সম্পাদক বাবলা মিয়া প্রমুখ।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান ১৪ দলের শরিক জাসদ সহ সকল দলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।