- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২-৫-২০২৩, সময়ঃ বিকাল ০৫:৫১
জেলা ইয়ুথ ফোরাম গঠন
নিজস্ব প্রতিবেদক ►
ভিএসও বাংলাদেশ, ফরেন এন্ড কমনওয়েলথ অফিস এবং এসকেএস ফাউণ্ডেশন এর আয়োজনে উপস্থিত যুব সংগঠনের সভাপতিদের নিয়ে দিনব্যাপী ওরিয়েন্টেশন আয়োজন করা হয়। ওরিয়েন্টেশন শেষে সকল ক্লাব সভাপতিদের উপস্থিতিতে গাইবান্ধা জেলা ইয়ুথ ফোরাম গঠন করা হয়। নব গঠিত এই জেলা ফোরামের মোট সদস্য সংখ্যা ৪০ জন। জেলা কমিটিতে ১৭টি পদে দায়িত্বশীল উপজেলা ইয়ুথ ফোরাম সভাপতিদের মতামতের ভিত্তিতে পদ বন্টন করা হয়।
এই কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয় সদর উপজেলা থেকে মো: জাহাঙ্গীর কবির এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয় পলাশবাড়ী উপজেলা থেকে মোছা: সাধনা আক্তার। জেলা ইয়ুথ ফোরামের কাজের অন্যতম উদ্দেশ্য হলো উপজেলা ইয়ুথ ফোরামগুলোর সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি, উদ্ভাবনী উদ্যোগ গ্রহণে উৎসাহিত করা, নিজেদের মধ্যে সমন্বয়সাধনের মধ্যদিয়ে বিভিন্ন সামাজিক উদ্যোগ গ্রহণ এবং মেধা ও দক্ষতাকে কাজে লাগিয়ে সমন্বয়সাধনের মাধ্যমে অন্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, সমন্বিত উন্নয়ন ও নিজেদের যোগাযোগ দক্ষতাকে শক্তিশালী করা।
দিনব্যাপী ওরিয়েন্টেশন পরিচালনা সহ গাইবান্ধা জেলা ইয়ুথ ফোরাম গঠনে সার্বিক দায়িত্ব পালন করেন এস, কে, মামুন- প্রকল্প সমন্বয়কারী ও ইয়ুথ ফোকাল পারসন, এসকেএস ফাউণ্ডেশন, গাইবান্ধা।