• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৫-১-২০২৪, সময়ঃ সকাল ১০:০৭

জি এম কাদেরকে পরাজিত করতে চান তৃতীয় লিঙ্গের রানী



রংপুর সংবাদদাতা ►

লাধিক ভোটের ব্যবধানে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হবেন– এমন আশা রংপুর-৩ (সদর) আসনের প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানীর। বৃহস্পতিবার নগরীর প্রেস কাব এলাকায় গণসংযোগকালে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এমন প্রত্যাশার কথা জানান ঈগল প্রতীকের এই প্রার্থী।

রানী বলেন, যেখানেই যাচ্ছি, ব্যাপক সাড়া পাচ্ছি। মানুষ আমাকে ভোট দেওয়ার জন্য অপোয় রয়েছে। ভোটের পরিবেশ নিয়ে তিনি বলেন, আমি জনগণের ভোটে এমপি নির্বাচিত হলেও জি এম কাদেরকে অটো পাসের মাধ্যমে নির্বাচিত করা হতে পারে।

হলফনামায় উল্লেখ করা সাড়ে ৩৬ লাখ টাকার টয়োটা কার প্রসঙ্গে রানী বলেন, হলফনামায় একটা গাড়ির কথা বলেছি। ১৪ বছর তৃতীয় লিঙ্গের মানুষের জন্য কাজ করছি। তারাই এই গাড়ি উপহার দিয়েছে। যাতে মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ে।

এ সময় রংপুরের উন্নয়নে ২১টি প্রস্তাবনা তুলে ধরে রানী বলেন, নির্বাচিত হলে কৃষিভিত্তিক শিল্প-কলকারখানা ও কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব। কৃষিকে এগিয়ে নিতে যা করার প্রয়োজন, সেটাই বেশি গুরুত্ব পাবে।

রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের, আনোয়ারা ইসলাম রানীসহ ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে সাধারণ ভোটারদের মধ্যে আলোচনায় আছেন আনোয়ারা ইসলাম রানী।