- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ১১-৮-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:২২
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাঘাটায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক►
১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষ্যে সাঘাটায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলার মুক্তিনগর ইউনিয়নের দক্ষিণ শ্যামপুর সরদার বাড়ি জামে মসজিদের উদ্যোগে আজ শুক্রবার (১১ আগস্ট) এই আয়োজন করা হয়।
শোকসভায় প্রধান অতিথি ছিলেন বিচারপতি মো. খুরশিদ আলম সরকার। বিশেষ অতিথি ছিলেন গাইবান্ধার পুলিশ সুপার মো. কামাল হোসেন ও ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারজানা রাব্বী বুবলি।
এ সময় অন্যান্যের মাঝে বক্তব্য দেন- বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগের সদস্য মো. আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক হাফিজার রহমান, উপজেলা যুবলীগের সভাপতি হারুন আর রশীদ, ইউপি চেয়ারম্যান আহসান হাবীব লায়ন, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সহ-সভাপতি মো. শহীদুল ইসলাম জীবনসহ অন্যান্য সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
শোকসভায় ১৯৭৫ সালের ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার স্ত্রীসহ নিহত শহীদ স্বজনদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শেষে খাদ্য বিতরণ করা হয়।