- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৩০-৮-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৩৬
জাতীয় শোক দিবস উপলক্ষে গাইবান্ধা পৌর ছাত্রলীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদক►
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্রলীগ গাইবান্ধা পৌর শাখার উদ্যোগে আজ বুধবার (৩০ আগস্ট) বিকেলে স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাড. শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন এবং সাংগঠনিক সম্পাদক ঘাগোয়া ইউপি চেয়ারম্যান আমিনুর জামান রিংকু।
পৌর ছাত্রলীগের সভাপতি তৌফিকুর রহমান মিশুকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান লিখনের সঞ্চালনায় আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু, পৌর আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক খান মো. সাঈদ হাসান জসিম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন মামুন, চঞ্চল সাহা প্রমুখ।
শোক সভায় ১৫ আগস্টে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্য সহ সকল শাহাদত বরণকারীদের বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।