• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৪-৪-২০২৩, সময়ঃ বিকাল ০৪:৫৪

জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান করায় গোবিন্দগঞ্জ পৌর সভার উদ্যোগে নওরিন তাসনিমকে সংবর্ধণা প্রদান



গোবিন্দগঞ্জ প্রতিনিধি ►

শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা পর্যায়ে  গোলক নিক্ষেপ প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অধিকার করায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর সভার উদ্যোগে কৃতি খেলোয়াড় নওরিন তাসনিমকে সংবর্ধণা প্রদান করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে পৌর সভার কার্যালয়ে পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সদস্য মুকিতুর রহমান রাফি সংবর্ধণা প্রদান করেন। এসময় পৌর সভার প্যানেল মেয়র ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর রিমন তালুকদার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক মোকাররম হোসেন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক দিপক কুমার কর, গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রেজাউল, বিশিষ্ট ক্রীড়াবিদ শৈলেন্দু মোহন রায় স্বপন উপস্থিত ছিলেন।

গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রেজাউল বলেন, নওরিন তাসনিম গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০২৩ সালের এসএসসি পরীক্ষার্থী এবং ফুটানিবাজার এলাকার  ফিরোজ কবিরের কন্যা।