- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৩-৯-২০২৩, সময়ঃ রাত ০৭:৪০
জলঢাকায় ৪০০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নীলফামারী প্রতিনিধি►
নীলফামারীর জলঢাকায় ৪০০ বোতল ফেন্সিডিলসহ ২ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- ডিমলা উপজেলার ছোটখাতা চাপানি এলাকার আব্দুস সাত্তারের ছেলে সামিনুর ইসলাম ও একই উপজেলার গয়াবাড়ী এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে মাহবুবার রহমান।
আজ শনিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আটক দুই মাদক কারবারিকে আদালতে পাঠানো হয়েছে।
জলঢাকা থানা সূত্রে জানা যায়, শুক্রবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জলঢাকা থানার অফিসার ইনচার্জ মো. মুক্তারুল আলমের নেতৃত্বে উপজেলার পূর্ব বালা গ্রামের চন্ডী বাবুর পাকুরতলা সর্বজনীন দুর্গা ও হরি মন্দিরের সামনে থেকে ২ জনকে আটক করা হয় এবং আটককৃতদের থেকে ৪শ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ১০ লক্ষ টাকা।
জলঢাকা থানার অফিসার ইনচার্জ মো. মুক্তারুল আলম বলেন, মাদকদ্রব্য সেবন ও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে নীলফামারী পুলিশ প্রশাসন৷ এরই ধারাবাহিকতায় অভিযান চালানো হয়। আটককৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে৷