- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৫-২-২০২৩, সময়ঃ সন্ধ্যা ০৬:৫০
জনগণ রাজপথে নেমেছে, স্বৈরাচারীর বিদায়ের ঘন্টা বেজে গেছে
দিনাজপুর প্রতিনিধি ►
বিএনপি‘র ভাইস চেয়ারম্যান ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন বলছেন জনগণ রাজপথে নেমেছে, স্বৈরাচারীর বিদায়ের ঘন্টা বেজে গেছে , সেই কাফেলাকে আরোর বড় করতে হবে জনগণকে আরো সম্পৃক্ত করতে হবে। জনগণ রাস্তায় নামলেই স্বৈরাচারা পালিয়ে যাবে। তত্ত্বাবধায়ক সরকার কায়েম হবে। জনগণের ভোটাধিকারের সুযোগ জনগণ পাবে। এর মাধ্যমেই জনগণের ক্ষমতা জনগণকে ফেরত দেওয়া হবে।
আজ শনিবার বিকাল ৪ টার দিকে দিনাজপুর জেলা বিএনপি আয়োজিত বিএনপি'র পথযাত্রা শুরুর পূর্ব মুহূর্তে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বিএনপি‘র ভাইস চেয়ারম্যান ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন তার এসব বক্তব্য এ সব কথা বলেন।
তিনি আরোও বলেন , বিএনপির উদ্দেশ্য তারেক রহমান কিংবা খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করা নয়। বিএনপি'র উদ্দেশ্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা ,এই অবস্থায় তাদের মাঝে শান্তি ফিরিয়ে দেয়া । বিএনপি'র উদ্দেশ্য যারা গুম হয়েছে তাদেরকে তাদের মা-বোনের কাছে ফেরত দেয়া। যারা শহীদ হয়েছে, আর এই শহীদ করতে যারা সম্পৃক্ত তাদের কে বাংলাদেশের প্রচলিত আইনে শাস্তির ব্যবস্থা করা। যারা বাংলাদেশের থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে তাদেরকে চিহ্নিত করে দেশের প্রচলিত আইনে শাস্তি প্রদান করা।
দিনাজপুর বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পিকআপ ভ্যানের উপর অস্থায়ী পথযাত্রা শুরুর আগ মুহূর্তে সংক্ষিপ্ত সভায় দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালের সভাপতিতে আরোও বক্তব্য রাখেন বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ও দিনাজপুর পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
জেলা বিএনপির সাধারন সম্পাদক ইফতেখার আহমেদ কচির সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য শেষে পথযাত্রার নেতৃত্ব প্রদান করেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান ডাঃ এ জেড এম জাহিদ হোসেন এ সময় বিএনপি জেলা বিএনপির সহ ও তার অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী।
বিএনপির দলীয় কার্যালয় থেকে লিলির মোড় হয়ে সদর হাসপাতালের মোড় হয়ে মুন্সিপাড়া মোড় দিয়ে একাডেমিক গলি হয়ে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে পথযাত্রা শেষ হয়। এ সময় পথযাত্রায় বিএনপির দলীয় পতাকা, ফেষ্টুন , ব্যানার হাতে নিয়ে হাজার হাজার নেতাকর্মীরা বিভিন্ন স্লোাগানে মুখরিত করে রাখে।