• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৪-১২-২০২৪, সময়ঃ বিকাল ০৪:৩০

জনউদ্যোগের শহীদ বুদ্ধিজীবী দিবস পালন



নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন জনউদ্যোগ শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে। আজ (১৪ ডিসেম্বর) শনিবার দিবসটি উপলক্ষে অবলম্বন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভার শুরুতেই শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির উদ্দেশে শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। 

জনউদ্যোগের সভাপতি লেখক জহুরুল কাইয়ুমের সভাপতিত্বে আলোচনা করেন, পরিবেশ আন্দোলনের নেতা ওয়াজিউর রহমান রাফেল, আদিবাসী-বাঙালি সংহতি পরিষদের আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, জিয়াউল হক কামাল, মানবাধিকার কর্মী গোলাম রব্বানী মুসা, মোর্শেদ হাসান দীপন, মিতা হাসান, রবিউল ইসলাম রানু, আহাদুজ্জামান রিমু, অশোক সাহা, সোমা ইসলাম, খিলন রবিদাস, মৈত্রেয় হাসান জয়িতা, আদিবাসী প্রতিনিধি সুরভী মার্ডি ও জনউদ্যোগের সদস্য সচিব প্রবীর চক্রবর্তী।