• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-১০-২০২৩, সময়ঃ সকাল ১০:২৩

চিলমারী-রৌমারী রুটে আবারও ফেরি চালু



মাধুকর ডেস্ক ►

কুড়িগ্রামের রৌমারী-চিলমারী নৌবন্দরে আবারও ফেরি চলাচল শুরু হয়েছে। পল্টুনের র‌্যামের নিচের মাটি ধসের কারণে ফেরি চলাচল বন্ধের একদিন পর সোমবার সকাল থেকে আবার চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে পরিবহন সংশ্লিষ্ট মানুষ ও যাত্রীদের মাঝে।

আজ মঙ্গলবার (১৭ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসির চিলমারী নৌবন্দরের বাণিজ্য ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান।

জানা যায়, ১৪ অক্টোবর বিকেলে রৌমারী ফেরি ঘাটে ব্রহ্মপুত্রে পানির স্রোতে পল্টুনের র‌্যামের নিচে মাটি ধসের যাওয়ার কারণে যাত্রী নামতে পারলেও নোঙর করা ফেরির পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। এ ছাড়া ঘাটে থাকা প্রায় শতাধিক পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। এতে ভোগান্তিতে পড়েন দুই পাড়ের প্রায় শতাধিক ট্রাকচালক। পরে নৌঘাটের মেরামত কাজ শেষ করলে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বিআইডব্লিউটিসির চিলমারী নৌবন্দরের বাণিজ্য ব্যবস্থাপক প্রফুল্ল চৌহান জানান, রৌমারী ফেরি ঘাটের মাটি ভেঙে যাওয়ায় সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ ছিল। ঘাটটি মেরামত শেষে সোমবার সকাল থেকে পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়।