• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১২-১-২০২৩, সময়ঃ দুপুর ০১:৫০

চিরিরবন্দরে দুই ট্রাকের মুখামুখি সংঘর্ষ নিহত ১, আহত ৩



দিনাজপুর প্রতিনিধি ►

দিনাজপুর চিরিরবন্দরের উচিতপুর মোড়ে দুই ট্রাকের মুখমুখি সংঘর্ষে ট্রাক চালকের সহকারি  রাসেল মিয়া নিহত ও অন্য ট্রাকের চালক সহকারী চালকসহ ৩ জন আহত। আহতদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) ভোর ৫ টার দিকে এ ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া নওঁগা জেলার  মহাদেবপুর থানার মহদেবপুর গ্রামের মৃত কামরুর হাসানের ছেলে। সড়ক দূর্ঘটনার সংবাদ নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রশিদ।

পুলিশ জানায়, ঢাকা মেট্রোÑট ২২-৯০১৭ নাম্বরের একটি ট্রাক দিনাজপুরের কাহারোল থেকে  ধান লোড করে নওগাঁ দিকে যাচ্ছিল। দিনাজপুর ফুলবাড়ি মহাসড়কে উচিতপুর বাজারের মোড়ে পৌছা মাত্রাই বিপরীত দিক থেকে আসা  ঢাকা মেট্রো ট ২২-৫৯৩৯ নাম্বারের কয়লাবাহি অপর একটি ট্রাক  ধান বোঝাই ট্রাকের সাথে সজরে ধাক্কা দিলে  দুই ট্রাকের সংর্ঘষের কারনে ধানবাহি ট্রাকের আগুন ধরে যায়। ট্রাকের দাউ দাউ করে আগুন ধরে যাওয়ার খবর ছড়িয়ে পড়লে ফুলবাড়ী ফায়ার সার্ভিজের কর্মীরা দ্রুত ঘটনা স্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন। পরে নিহত ট্রাক হেলপার রাশেষের লাশ উদ্ধার করে।  

মেট্রো-ট ২২-৯০১৭ ট্রাকের আহত ট্রাক চালক রুবেল (২৬) নওগা জেলার মহাদেবপুর উপজেলার জাফর আলী। ঢাকা মেট্রো-ট ২২-৫৯৩৯ নাম্বারের ট্রাক চালক রজব আলী ও তার ট্রাকের হেলপার আহত অবস্থায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।