- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ২৯-১১-২০২৩, সময়ঃ সকাল ১১:৪২
চলছে বিএনপি ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা অবরোধ
মাধুকর ডেস্ক►
অষ্টম দফায় সারাদেশে চলছে বিএনপি ও সমমনা বিরোধী রাজনৈতিক দলগুলোর ডাকা ২৪ ঘণ্টার অবরোধ কর্মসূচি। বুধবার (২৯ নভেম্বর) সকাল ৬টা থেকে শুরু হওয়া এ কর্মসূচি চলবে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত।
নির্বাচনের তফসিল বাতিল, সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকার গঠন ও কারাবন্দি নেতাদের মুক্তির দাবিতে এ কর্মসূচি পালন করছে দলগুলো।
গত সোমবার (২৭ নভেম্বর) বিকেলে অনলাইনে সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন। এদিন একই কর্মসূচির ডাক দেয় জামায়াত ও যুগপৎ আন্দোলনে থাকা এলডিপি, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, গণঅধিকার পরিষদসহ সমমনা দলগুলো।
এদিকে ২৪ ঘণ্টার এ অবরোধ কর্মসূচি শেষ হওয়ার পর দলগুলোর ডাকে বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টা দেশজুড়ে হরতাল পালিত হবে।