• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৭-২-২০২৪, সময়ঃ বিকাল ০৪:৫০

চরের শিক্ষকদের ভাতার ব্যবস্থা করা হবে : এমপি রিপন



সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন বলেছেন, চরাঞ্চলে শিক্ষার মান উন্নয়নে স্কুল, কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠার পাশাপাশি চরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকদের জন্য চর ভাতা ও ঝুঁকি ভাতার ব্যবস্থা করা হবে।

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সাঘাটা ডিগ্রী কলেজ মাঠে তাঁকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সাঘাটা-ফুলছড়ি উত্তর জনপদের একটি অবহেলিত অঞ্চল। দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগের দিক থেকে এ অঞ্চলের মানুষ অনেক পিছিয়ে। এখন আর পিছিয়ে থাকতে চাই না। জনগণের ভোটে এমপি নির্বাচিত হয়ে এলাকার মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটিয়ে সাঘাটা-ফুলছড়িকে উন্নত, সমৃদ্ধ, ক্ষুধা, দারিদ্রমুক্ত, স্মার্ট ও দৃষ্টিনন্দন অঞ্চল গড়তে চাই।

সংবর্ধনা অনুষ্ঠানে সাঘাটা ডিগ্রী কলেজের সভাপতি ডা. মারিয়াম জামান শেখার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের প্রফেসর লুৎফর রহমান, সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী, অধ্যক্ষ সাইদুর রহমান, অফিসার ইনচার্জ মমতাজুল হক, সাঘাটা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সামশীল আরেফিন টিটু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন প্রভাষক বিষ্ণপদ সিংহ।