• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ১৩-৭-২০২৩, সময়ঃ বিকাল ০৩:১২

চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ছাগল ও ভেড়া বিতরণ



নিজস্ব প্রতিবেদক ►

চরাঞ্চলের মানুষের জীবন যাত্রার মান উন্নয়নে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে  গাইবান্ধায় উত্তরাঞ্চলের সীমান্তবর্তী ৮৬ টি  এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প আওতায় নির্বাচিত সুফলভোগীদের  মাঝে ছাগল ও ভেড়া বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গাইবান্ধা সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর আয়োজনে এবং উত্তরাঞ্চলের সীমান্তবর্তী গাইবান্ধা কামারজানি ইউনিয়ন এর কড়াইবাড়ি, মোল্লারচর সহ ৮৬ টি  এলাকা ও নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প' বাস্তবায়নে   ১৩ জুলাই বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কামারজানি বন্দরে ৬০ জন সুবিধাবঞ্চিত সুফলভোগী মানুষের মাঝে ৩টি ভেড়া অথবা দুটি করে ছাগল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন - জাতীয় সংসদের হুইপ ও গাইবান্ধা সদর-২ আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিণি এমপি।

এ সময় বক্তব্য রাখেন- নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক নন্দদুলাল ঠিকাদার, সদর উপজেলা নির্বাহী অফিসার শরীফুল আলম, গাইবান্ধা জেলা প্রাণীসম্পদ অফিসার মাসুদার রহমান সরকার, উপজেলা প্রাণীসম্পদ অফিসার তরুন কুমার দত্ত,গাইবান্ধা সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু,  কামারজানি ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা - সুফলভোগীদের উদ্দেশ্যে বলেন- আপনারা এই ভেড়া ছাগল বিক্রি করবেন না। এগুলো পালন করে বড় করে যে বাচ্চা হবে তা বিক্রি করে সংসারের কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।