• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ৪-৭-২০২৩, সময়ঃ সকাল ০৯:৪০

চট্টগ্রাম-১০ উপনির্বাচনে আ.লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চু



মাধুকর ডেস্ক ►

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ডা. আফছারুল আমিনের মৃত্যুর পর শূন্য আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মো. মহিউদ্দিন বাচ্চু। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগের সাবেক আহ্বায়ক। আগামী ৩০ জুলাই জাতীয় সংসদের এ শূন্য আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। 

সোমবার আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের সভায় মহিউদ্দিন বাচ্চুকে দলের প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সংসদীয় বোর্ডের এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি ও সংসদীয় বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভা শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ কথা জানান।