- মাধুকর প্রতিনিধি
- তারিখঃ ৫-১২-২০২২, সময়ঃ সন্ধ্যা ০৬:১৭
ঘোড়াঘাটে বীর মুক্তিযোদ্ধা এড.কাজেম উদ্দিনের দাফন সম্পন্ন
ঘোড়াঘাট প্রতিনিধি ►
দিনাজপুরের ঘোড়াঘাটে বীর মুক্তিযোদ্ধা সাবেক পিপি ও বিশিষ্ট আইনজীবি এড. কাজেমউদ্দিনকে রাষ্ট্রীয় মর্যাদায় সমবার বাদ আসর ঘোড়াঘাট কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। এর আগে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ আবু হাসান কবীরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ঘোড়াঘাট উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার শাহানশা,উপজেলা নির্বাহী অফিসার রাফিউল আলম।
মরহুম বীর মুক্তিযোদ্ধা এড.কাজেম উদ্দিন দীর্ঘদিন দিনাজপুর জেলায় আইনী পেশায় জড়িত ছিলেন। ৭৫ বছর বয়সে তিনি মারা যান,মৃত্যকালে তিনি স্ত্রী ২ পুত্র ও ২ কন্যা সন্তান রেখে যান। উল্লেখ্য গত রবিবার তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরন করেন। তার পারিবারিক সূত্রে জানা যায়, বেশ কিছছদিন থেকে তিনি হৃদরোগ ও নিউমোনিয়ায় ভুগছিলেন।