• মাধুকর প্রতিনিধি
  • তারিখঃ ২-১০-২০২৩, সময়ঃ দুপুর ০২:৫৫

ঘোড়াঘাটে বিট পুলিশিং ও উঠান বৈঠক



ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

ঘোড়াঘাটে বিট পুলিশিং ও উঠান বৈঠক হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার দক্ষিন জয়দেবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বাল্য বিবাহ, ইভটিজিং, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সচেতনামূলক বক্তব্য দেন ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রধান শিক্ষিকা আঞ্জুমন আরা বেগম, সহকারী শিক্ষক জামিল হোসেন ও আনিছুর রহমান, প্রবীণ আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম, ৬নং ওয়ার্ড সভাপতি কাজী কাদের, মৎসজীবি লীগের যুগ্ম সম্পাদক কায়ছার হাবিব পাপ্পু এবং সদস্য সচিব সোহেল তানভির। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন এস আই লিখন।